বুধবার, ০৯ Jul ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার হযরত শাহজালাল বমিান বন্দর শৃংখলা রক্ষায় রক্ষাকারী বাহনিীর ভুমকিায় জনমনে সন্তোষ মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল

নিজস্ব সংবাদদাতা : মোঃ কামাল পাঠান
জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউপিস্হ দেওরা পূর্ব পাড়া গ্রামের জামির মিয়া বাড়িতে ৩০ শে জুন ২০২৫ইং,বিকাল প্রায় ৪:৩০ মিনিট সময় ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,স্থানীয় জনতা শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের সামনে,একটি ট্রাক্টরের মধ্যে,লোহার পাইপ ও প্লাস্টিকের পাইপ ভর্তি ট্রাক্টর দাঁড়ানো। সেই ট্রাক্টর এর উপরে,পাইপ সাপ্লাই ওয়াটার নলকূপ বসানোর মিস্ত্রিরা ঘুমিয়ে আছে। (১)জুয়েল (২)সজিব মিয়া, পিতা আফসার মিয়া, সাং সুবর্ণচর, পোস্ট:খাশের হাট, থানা-চর জব্বার,জেলা নোয়াখালী,(৩)খায়ের, সাং+পোস্ট +থানা+জেলা-ঐ।। তাহাদের দাবি,পাইপ সাপ্লাই ওয়াটার নলকুপ বসিয়ে চলে যাওয়ার সময়, জনতা আমাদের কে আটক করে। আমরা জামির মিয়ার বাড়িতে ৬২০ ফুট,পাইপ সাপ্লাই ওয়াটার নলকুপ বসাই,২ ইঞ্চি পাইপ ৪৮০ ফুট, ৪ ইঞ্চি পাইপ ১৪০ ফুট, ফিল্টার ৩০ ফুট, আমরা পিভিসি পাইপ বসাই।আমরা এ এলাকায় গত ১২ দিনে প্রায় ৪ টি পাইপ ওয়াটার সাপ্লাই নলকূপ বসিয়েছি । দেওড়া, হিন্দু বাড়ি,শাহবাজপুর ও বন্দের হাটি । সবগুলো পিভিসি পাইপ, সুপারভাইজার ও ঠিকাদার আমাদের কে যেভাবে বলে আমরা সেভাবেই কাজ করি ।আমরা বিদেশি লেবার মানুষ,পেটের দায়ে কাজ করি ।
উপস্থিত জনতার দাবি, আমরা আবেদন করেও পাইপ ওয়াটার সাপ্লাই নলকূপ পাই না।সরাইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কর্মরত শরীফ মেকানিক (টেকনিক্যাল) কে ১০ হাজর টাকার বদলে,৬০~~৭০ হাজার টাকা ঘুষ দিলে,গোপনে বিক্রি করে । আরএফএল এর পাইপ দেওয়ার কথা থাকলেও, তাহারা বসিয়েছে পিভিসি পাইপ দিয়ে,পিভিসি পাইপ দামে কম মানে খারাপ যাহা সিডিউলে নাই । আরএফএল এর পাইপ ভালো এবং টেকসই দামও বেশি, সরকারি সিডিউলেও আছে, আর এফ এল পাইপ বসানোর কথা । ঠিকাদার ও শরিফ মেকানিক যোগ সাজেসে অসৎ উদ্দেশ্যে অধিক মুনাফা করার জন্য, কাজে ফাঁকি দিয়ে সরকারি টাকা আত্মসাৎ করছে। জড়ো হওয়া উত্তেজিত জনতা শরীফ মেকানিক ও টিকাদার শামীমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট বিচারের দাবি জানান ।
টেকনিক্যাল মেকানিক শরীফ প্রায় ৭ থেকে ৮ বছর যাবত সরাইল উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত আছে । পাইপ ওয়াটার সাপ্লাই নলকূপে কি পাইপ ব্যবহার করা হয় জানতে চাইলে, মেকানিক শরীফ জানান, আরএফএল এর পাইপ ব্যবহার করা হয় । ঠিকাদার ও আপনি মিলে কেন ? পিভিসি পাইপ ব্যবহার করছেন ? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শরীফ সদউত্তর দিতে পারে নি ! ঘটনার বিস্তারিত সাংবাদিকদের কাছে তথ্য উপাত্ত ভিডিও ও ছবি সংরক্ষণ আছে ।
এ বিষয়ে জনাব মোঃ রূপক মিয়া, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর সরাইল ব্রাহ্মণবাড়িয়া, মিডিয়া প্রতিনিধি কে জানান,লিখিত ভাবে অভিযোগ পাইলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোশারফ হোসাইন মিডিয়া প্রতিনিধি কে বলেন, মিডিয়াতে ও স্থানীয় জনগণের মধ্যে মৌখিক অভিযোগ পাওয়া গেছে । বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য এক জন তদন্ত কর্মকর্তা কে দায়িত্ব দেওয়া হয়েছে ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com