Dhaka 4:38 am, Monday, 24 November 2025

চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : 03:04:52 pm, Wednesday, 9 July 2025
  • 118 Time View

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সংস্থাটির কার্যালয়ের নিচে ‘সচেতন চট্টগ্রামবাসী’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে চসিকে যোগ দেন শেখ তৌহিদুল ইসলাম। তখন মেয়রের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত রেজাউল করিম চৌধুরী। ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ পদ থেকে আওয়ামী লীগপন্থি আমলাদের অপসারণ করা হয়। কিন্তু নানা ছলচাতুরী করে চসিকে বহাল তবিয়তে থেকে যান তৌহিদুল। বিক্ষোভকারীরা আরও বলেন, সম্প্রতি চসিক নানা অনিয়মের কারণে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে একাধিক সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালাচ্ছে। সবশেষ সোমবার (৭ জুলাই) দুদক শ্রমিক থেকে সরাসরি প্রকৌশলী পদে নিয়োগ দেওয়ার বিষয়ে তৌহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা।একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন চসিকে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, আপনাদের কোনো দাবি থাকলে লিখিতভাবে দিন, আমরা মেয়রের সঙ্গে আলোচনা করবো। তবে দয়া করে পরিবেশ শান্ত রাখুন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। পরে আন্দোলনকারীরা চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে কথা বলেন। তিনি দুই দিনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিক্ষোভকারীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ

Update Time : 03:04:52 pm, Wednesday, 9 July 2025

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে অপসারণের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সংস্থাটির কার্যালয়ের নিচে ‘সচেতন চট্টগ্রামবাসী’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে চসিকে যোগ দেন শেখ তৌহিদুল ইসলাম। তখন মেয়রের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত রেজাউল করিম চৌধুরী। ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ পদ থেকে আওয়ামী লীগপন্থি আমলাদের অপসারণ করা হয়। কিন্তু নানা ছলচাতুরী করে চসিকে বহাল তবিয়তে থেকে যান তৌহিদুল। বিক্ষোভকারীরা আরও বলেন, সম্প্রতি চসিক নানা অনিয়মের কারণে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে একাধিক সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালাচ্ছে। সবশেষ সোমবার (৭ জুলাই) দুদক শ্রমিক থেকে সরাসরি প্রকৌশলী পদে নিয়োগ দেওয়ার বিষয়ে তৌহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা।একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন চসিকে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, আপনাদের কোনো দাবি থাকলে লিখিতভাবে দিন, আমরা মেয়রের সঙ্গে আলোচনা করবো। তবে দয়া করে পরিবেশ শান্ত রাখুন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। পরে আন্দোলনকারীরা চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে কথা বলেন। তিনি দুই দিনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিক্ষোভকারীকে।