সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। লম্বা সময় ধরে বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন মুশফিক। বিদায়বেলায় তাই শুভেচ্ছা, অভিনন্দন আর ধন্যবাদের বার্তা পাচ্ছেন সকলের কাছ থেকে।
মুশফিকুর রহিমের অবিশ্বাস্য নিষ্ঠা, আবেগ এবং পেশাদারিত্বের প্রশংসা করে বিসিবি জানিয়েছে, ব্যাট ও উইকেটের পিছনে তার পারফরম্যান্স বাংলাদেশের ওডিআই ক্রিকেটের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকুরের প্রশংসা করে বলেন, ‘মুশফিকুর রহিমের কাজের প্রতি নিষ্ঠা, দৃঢ়তা এবং অদম্য সংকল্প এমন উদাহরণ হিসেবে থাকবে যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের সেরা ওডিআই মুহূর্তগুলোর কথা বলতে গেলে তার নাম সবসময় উজ্জ্বল থাকবে। ১৯ বছর ধরে সর্বোচ্চ স্তরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা এবং চরিত্রের কথা বলে।
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে তার এখনও ক্রিকেটে দেওয়ার অনেক কিছু আছে, এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে নতুন মানদণ্ড স্থাপন দেখতে আগ্রহী।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৭৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৬.৪২ গড়ে তামিম ইকবালের পর সর্বোচ্চ ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। ৯ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৯ ফিফটি। ওয়ানডেতে মুশফিকের ডিসমিসাল ২৯৯। ২৪৩ ক্যাচের পাশাপাশি ৫৬ স্ট্যাম্পিং করেছেন। খেলেছেন পাঁচটি ওয়ানডে বিশ্বকাপে।