সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
সোহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নিলো জামায়াত এক সপ্তাহে ২৪ হাজার প্রবাসী গ্রেপ্তার করেছে সৌদি সরকার ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে ঢাকা ছেড়েছেন গুতেরেস ফতুল্লায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিনের ছুটি ঘোষণা পাকিস্তান থেকে এলো আরো ২৬ হাজার টন চাল স্কুলছাত্র আয়াজ হ*ত্যায় আসামিদের দণ্ড বহাল থাকবে কি না জানা যাবে কাল

জর্ডান সীমান্তে সৈন্যদের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের সীমান্তে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক। তিনি ইসরায়েল যাওয়ার জন্য সীমান্ত পাড়ি দিচ্ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, এই ঘটনা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঘটেছে।

সংবাদমাধ্যমটি বলছে, অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করার চেষ্টা করার সময় জর্ডানের সৈন্যদের গুলিতে একজন ভারতীয় ব্যক্তি নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। নিহত ওই ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার থুম্বার বাসিন্দা। গত ১০ ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

রোববার জর্ডানে অবস্থিত ভারতীয় দূতাবাস বলেছে, তারা “দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে একজন ভারতীয় নাগরিকের দুঃখজনক মৃত্যুর ঘটনা” সম্পর্কে জানতে পেরেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস দাবি করেছে, “দূতাবাস মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করছে এবং মৃত ব্যক্তির মৃতদেহ দেশে ফেরত পাঠানোর জন্য জর্ডান কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।”

এনডিটিভি বলছে, ৪৭ বছর বয়সী পেরেরা ভিজিটর ভিসায় জর্ডানে যাওয়ার পর ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন। তার আত্মীয় এডিসন — মেনামকুলামের বাসিন্দা — তিনিও ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন। জর্ডানের সৈন্যদের হাতে তিনিও গুলিবিদ্ধ হন কিন্তু বেঁচে যান। চিকিৎসা শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল-হামাস যুদ্ধের পটভূমিতে জর্ডান সীমান্তে গুলিতে ভারতীয় নাগরিকের প্রাণহানির এই ঘটনাটি ঘটেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মৎস্যজীবী সম্প্রদায়ের সদস্য থমাস এবং এডিসন দুজনেই পেশায় রিকশাচালক ছিলেন। গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ তারা পর্যটক ভিসা নিয়ে কাজের সন্ধানে জর্ডানে গিয়েছিলেন। সঙ্গে আরও তিনজন ছিলেন। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর বৈধ অনুমতিপত্র ছাড়াই তারা ইসরায়েলে প্রবেশের চেষ্টা করেন এবং সেসময় জর্ডানের সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

ভারতীয় দূতাবাস থেকে হতাহতদের পরিবারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “থমাস এবং আরও এক ব্যক্তি অবৈধভাবে কারকাক জেলায় জর্ডান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। নিরাপত্তাবাহিনী তাদের থামানোর চেষ্টা করলেও তারা তাতে কান দেননি। তখনই সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। থমাসের মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।”

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com