সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
সোহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নিলো জামায়াত এক সপ্তাহে ২৪ হাজার প্রবাসী গ্রেপ্তার করেছে সৌদি সরকার ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে ঢাকা ছেড়েছেন গুতেরেস ফতুল্লায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিনের ছুটি ঘোষণা পাকিস্তান থেকে এলো আরো ২৬ হাজার টন চাল স্কুলছাত্র আয়াজ হ*ত্যায় আসামিদের দণ্ড বহাল থাকবে কি না জানা যাবে কাল

কুষ্টিয়ায় যুবক-যুবতী মাদক সেবনকারী গ্রেফতার!

মোঃ হাবিবুর রহমান,জেলা প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনকালে এক নারী ও এক পুরুষ গ্রেফতার।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, সোমবার ২৪ ফেব্রয়ারি তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালি থানাধীন ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকায় মাদক সেবনকালে হাসিবুর রহমান সাগর (৩৪) ও মোছা : শাম্মি খাতুন (২৭) কে গ্রেফতার করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাসেল কবির ও ইকবাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পরবর্তীতে কুষ্টিয়া জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা ঘটনাস্থলে উপস্থিত হয়ে, উপস্থিত সাক্ষীদের সামনে মাদকগুলো (গাঁজা) ধ্বংস করে এবং দুই মাদক সেবনকারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(ক) ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৩৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ । তিনি প্রতিনিধিকে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে এমন অভিযান চলমান থাকবে ইনশাহ্আল্লাহ্।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com