সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
সোহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বুয়েট শিক্ষার্থী আবরার হত্যামামলা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নিলো জামায়াত এক সপ্তাহে ২৪ হাজার প্রবাসী গ্রেপ্তার করেছে সৌদি সরকার ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে ঢাকা ছেড়েছেন গুতেরেস ফতুল্লায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাবিতে এক দিনের ছুটি ঘোষণা পাকিস্তান থেকে এলো আরো ২৬ হাজার টন চাল স্কুলছাত্র আয়াজ হ*ত্যায় আসামিদের দণ্ড বহাল থাকবে কি না জানা যাবে কাল

পীর শামীম শাহ’র আস্তানা ঘিরে চাঞ্চল্য

বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার এক পীরে আস্তানায় আজকাল আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আস্তানার চিত্র পাল্টে গেছে।

স্থানীয়ভাবে পরিচিত ‘টিকটক পীর’ নামে যে আস্তানায় বাবার শামীম শাহ এবং তার দুই সন্তান – ইফতি ও মারুফ শাহ – নিয়মিত নাচগান, মাদক ও জুয়ার আসর বসে।

এই আস্তানায়, যেখানে টিকটক, ফেসবুক ও ইউটিউবের মাধ্যমেই ভক্ত ও দর্শকদের সাথে যোগাযোগ রক্ষা করা হয়, সন্ধ্যা ও রাতের বেলা সঙ্গীত, নাচ ও বিনোদনের পাশাপাশি মাদক ও জুয়ার আসরের আয়োজন চলে পুরোদমে।

এমন ডিজিটাল মাধ্যমের সাহায্যে ভক্তরা নানা রকম অর্থিক অনুদানও প্রদান করেন, এক কথায় জমজমাট ব্যবসায় পরিণত হয়েছে এই আস্তানা। শামীম শাহ এর আস্তানা ঘিরে নানা অনৈতিককর্মকান্ড চলে। প্রকাশ্যে মাদক বেচা কেনা, সেবনের জন্য আখড়া্, পীরের নাচগান, টাকা উড়ানো ছাড়[ও পীরের পায়ে সেজদা দেয়ার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন মাধ্যমে। যা দেখে ক্ষেভে ফেটে পরেছে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় ।

পীর দাবী করা শামীম শাহ বলেন, ” পীর আল্লাহ না আবার আল্লাহ থেকে জুদাও না। এই ডিজিটাল যুগে, যেখানে প্রচলিত ধর্মীয় চর্চা থেকে অনেকটাই বিচ্যুত এই আস্তানার কর্মকাণ্ড ইসলামের মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ বলে আমরা বিবেচনা করি না।”

এমন কর্মকান্ডে অনেক ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবী এ ধরনের কর্মকান্ডকে হারাম ও ইসলামবিদ্বেষী হিসেবে উল্লেখ করছেন। তাদের মতে, মাদক, জুয়া এবং অশ্লীল বিনোদনের মাধ্যমে ভক্তদের মধ্যে নৈতিক দুর্বলতা সৃষ্টি হচ্ছে এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত হানা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com