শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

সর্বশেষ :
সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে সমাধান হলো রাস্তার পানি আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত সরাইলে ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর টহল দল কর্তৃক ভারতীয় চোরাচালানী প্রায় ১ কোটি ১ লক্ষ টাকার মালামাল আটক পীরগঞ্জে মাথাবিহীন এক মহিলার লাশ উদ্ধার যে ভোটাধিকারের জন্য জীবন দিতে হলো, সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি: মামুন মাহমুদ অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ৩২ নম্বরে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা পীরগঞ্জে আওয়ামীলীগের অফিসসহ ৭টি মুরাল গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা নারী ফুটবলারদের জন্য মনোবিদের শরণাপন্ন বাফুফে শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

এবার কপিল শর্মাকে পাকিস্তান থেকে খুনের হুমকি

বিনোদন ডেস্কঃ অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এখনো ত্রস্ত বলিউড। এরই মধ্যে ফের আতঙ্ক মুম্বাই শহরের টিনসেল টাউনে।

এবার হুমকির বার্তা এল ভারতের কৌতুকশিল্পী কপিল শর্মার কাছে। পুলিশ জানিয়েছে, পাকিস্তান থেকে ই-মেইলে খুনের হুমকি আসে তার কাছে।

ভাতরীয় গণমাধ্যম আনন্দবাজারের সূত্র অনুযায়ী, পাকিস্তান থেকে ইমেইলের মাধ্যমে খুনের হুমকি পেয়েছেন কপিল। শুধু কপিলই নন, অভিনেতা রাজপাল যাদব, কৌতুকশিল্পী সুগন্ধা মিশ্র ও নৃত্য পরিচালক রেমো ডিসুজার কাছেও এসেছে হুমকিবার্তা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতোমধ্যে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের কাছে যে ইমেল এসেছে তাতে বলা হয়েছে, নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়কে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের প্রতিদিনের জীবনযাপনের ওপর নজর রাখছি।

এতে আরও বলা হয়, এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে মেইলে। এদিকে সাইফের ওপর হামলার ঘটনার পরে এই হুমকিবার্তা আসায় ফের আতঙ্কের সৃ্ষ্টি হয়েছে বলিপাড়ায়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com