শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

দৈনিক গণ সংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার শাহাব উদ্দিন জীবন সড়ক দুর্ঘটনায় নিহত”

কোহিনূর আক্তার,কক্সবাজারঃ কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণ সংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার শাহাব উদ্দিন জীবন শুক্রবার বেলা ২ টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

জানা যায়,শুক্রবার (১০ জানুয়ারী) দুপুর ২ টায় কক্সবাজার টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়া পালং এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে এক যাত্রী নিহত হন। নিহত সিএনজি যাত্রী শাহাব উদ্দিন জীবন (৩২)কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণ সংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার ছিলেন।

শাহাব উদ্দিন জীবন জুমার নামাযের পর অফিস থেকে ছুটি নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।উল্টো দিক থেকে আসা এন. মোহাম্মদ গ্রুপের একটি মালবাহী ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা টি দুমড়ে মুচড়ে যায় এবং এতে থাকা শাহাবুদ্দীন জীবন ঘঠনা স্থলেই প্রাণ হারান।

দূর্ঘটনার বিষয় টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দীন। তিনি জানান উখিয়া মুখী সিএনজির সাথে কক্সবাজার মুখী বেসরকারি প্রতিষ্ঠানের(এন, গ্রুপের) ট্রাকের সাথে সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই সি,এন,জি যাত্রী শাহাব উদ্দিন জীবন প্রাণ হারান। পণ্য বাহী ট্রাক টি জব্দ করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তার মৃত্যুতে সংবাদ কর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com