শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

জুংলীপুর বাইতুল মামুর জামে মসজিদের উন্নত কল্পে

আল-আমিন সরকার, উল্লাপাড়া প্রতিনিধিঃ জুংলীপুর বাইতুল মামুর জামে মসজিদের উন্নত কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার ৫ ডিসেম্বর।

তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান শাহান ( সভাপতি অএ জামে মসজিদ) সহ-,সভাপতি ছিলেন, জনাব আউয়াল খাঁ ( জুংলীপুর) ও জনাব মোঃ আশরাফুল ইসলাম ( সেক্রেটারি অএ জামে মসজিদ )তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন মুফতি আব্দুল্লাহ আল মামুন নিজামী ( গোপালগঞ্জ ) তার কন্ঠে ও কোরআন হাদিসের আলোকে সুন্দর সুন্দর কথা বলা ও বাতিলের বিরুদ্ধে সাহসিকতার সাথে কথা বলাতে মুসল্লিদের অন্তরে খুশি ও শান্তির জোয়ার বয়ে যায়। ২য় বক্তা হিসাবে বক্তব্য দিয়েছেন আলহাজ্ব মাওঃ মোঃ ফখরুল ইসলাম সিদ্দিকী ( অধ্যক্ষ সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসা)। ৩য় বক্তা হিসাবে বক্তব্য দিয়েছেন হয়রত মাওঃ মোঃ হাসান মাহমুদ ( খতিব পূর্বচন্দ্রা বায়তুল আমান জামে মসজিদ গাজীপুর )। ৪থ বক্তা হিসাবে বক্তব্য দিয়েছেন হাফেজ ক্বারী মোহাম্মদ আলী ( মুহতামিম, ইকরা ইসলামিক মহিলা হাফিজিয়া মাদ্রাসা, গাড়াদহ সরদার পাড়া ও পেশ ইমাম অএ জামে মসজিদ)। সবাই কোরআন ও হাদিসের আলোকে খুব সুন্দর ভাবে আলোচনা করেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com