শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
ওমর, সিলেট বিভাগীয় ব্যূরো চীফঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে ৩রা ডিসেম্বর ভোর ৪:৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) মোঃ ওমর ফারুক সঙ্গী ফোর্স সহ তথ্য উপাত্তের ভিত্তিতে গোয়েন্দা কায়দা কানুন ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল থানাধীন ভূইশ্বর গ্রামের জনৈক শওকত মিয়ার ভাড়াটিয়া ঘরের ভিতর হতে ৭২,৫০০( বাহাত্তর হাজার পাঁচশত) টাকার জাল নোট উদ্ধার পূর্বক ২ জন কে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা (১)মোঃ রুবেল মিয়া (৩০) পিতা-নাসির উদ্দিন, মাতা-পুতুল বেগম, সাং-ভূইশ্বর (২) মোঃ ইমন মিয়া (২৩),পিতা-মৃতঃ আলী হোসেন,মাতা-সাজেদা বেগম সাং-অরুয়াইল,উভয়থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ হুমায়ুন কবির,মিডিয়া প্রতিনিধি কে বলেন, তথ্য উপাত্তের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশের কায়দা কানুন ব্যবহার করে, অভিযান পরিচালনা করে, ৭২ হাজার পাঁচশত জাল টাকা সহ দুই জন কে আটক করি। জাল টাকার উৎস, সমাজে ব্যবহারকারীর চক্র, এই জাল টাকার সাথে কে বা কাহারা জড়িত আছে। ইহার আসল রহস্য বাহির করার জন্য, আমাদের অভিযান অব্যাহত আছে । আসামি কোর্ট হাজতে সোপর্দ প্রক্রিয়াধীন আছে। থানায় মামলা রজু প্রক্রিয়াধীন । আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি ।