শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

আইনজীবী সাইফুল হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে সরাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ কামাল পাঠান,সরাইল উপজেলা প্রতিনিধিঃ উগ্র জঙ্গি সংগঠন “ইসকন” কর্তৃক তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড ছাত্র ঐক্য।

বৃহস্পতিবার (২৮ই নভেম্বর) সকাল ১০টার সময় বিশ্বরোড রশিদ সুপার মার্কেট এর সামনে থেকে দুই শতাধিক ছাত্র অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঘন্টাব্যাপী কুমিল্লা সিলেট ও ঢাকা সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা প্রদক্ষিণ করে বিশ্বরোড গুল চত্তরে গিয়ে ছাত্র সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এ্যাকশন টু এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন, ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন, ইস্কনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, ইস্কন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, ইসকনের ঠিকানা, বাংলাদেশে হবে না, জনে জনে খবর দে, ইসকন রে কবর দে, দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা, আমার সোনার বাংলায়,ইসকনের ঠাঁই নাই, ইসকনের চামড়া, তুলে নিবোহ আমরা, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাএ সমাজ জেগেছে, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ রাজপথ বলে স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ রাসেল, ইমরান,সালমান আহমেদ, মোঃ মনির হোসেন,আনোয়ার হোসন, ফাহিম প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, ইসকন নামে সন্ত্রাসী, ইসকন নামে উগ্রবাদী, যারা হুন্তি, কোরাল, দা, কাঁচি, মনে করি না। এমন একটি সামান্য সংগঠন, যে সংগঠনকে পৃথিবীর বারোটা রাষ্ট্র নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে । এই জঙ্গি সংগঠন আমার বাংলাদেশে বিস্তার করেছে। এই জঙ্গি সংগঠন কে প্রকাশ্য ফাঁসি দিতে হবে এবং তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি জানিয়েছেন।

 

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com