রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি আওতায় অটো ভ্যান বিতরণ এবং ক্ষুদ্র ঋণ গৃহীতা ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলার সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অটো ভ্যান দুটি হস্তান্তর করেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক জিলুফা সুলতানা।
সমাজসেবা কার্যালয়ের এই উদ্যোগে সুবিধাভোগী দুজন হলেন পলাশবাড়ী উপজেলা কিশোরগাড়ি ইউনিয়নের লোকমানপুর গ্রামের শাহনুরী বেগম ও জোহরা বেগম।তারা দীর্ঘ দিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
সমাজসেবা কার্যালয় আশা করছে, এখন থেকে তারা এই ভ্যানের মাধ্যমেই জীবিকা নির্বাহ করতে পারবেন।আমাদের প্রত্যাশা,এর মাধ্যমে তারা ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকবেন।
সুবিধাভোগী শাহনুরী বেগম বলেন,ছেলের সংসার ছেলে এই গাড়ি চালাবে,প্রায় ২০ বছর ধরে ভিক্ষা করছে। এ জন্য নানা কথাও শুনতে হতো সবার কাছ থেকে। কিন্তু আমাদের কিছু করার ছিল না। এখন পলাশবাড়ী সমাজসেবা কার্যালয় দেয়ায় আমাদের খুব সুবিধা হলো। এখন থেকে আর ভিক্ষা করতে হবে না।
ভ্যান হস্তান্তরের পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান,গাইবান্ধা জেলা সমাজসেবা অফিসার উপ-পরিচালক ফজলুল হক, পলাশবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল সরকার, উপজেলা কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।