শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
মিলন মন্ডল, পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃকন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ- এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশনকৃত ২টি সেবা সংস্থাকে চেক বিতরণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ পারভীনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবিন্দু ।
আলোচনা শেষে রেজিস্ট্রেশনকৃত ২টি সেবা সংস্থাকে চেক প্রদান করেন।