রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
মোঃ নাসির উদ্দীন গাজী,খুলনা বিভাগের বূরো চীফঃ খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।
আইএসপিআর জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে।এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিঘলিয়া উপজেলার পূর্ব কাটালি পাড়া সেনহাটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।অভিযানের খবর পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোজাফফর আলী পালিয়ে যায়।গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে তার বাড়ি এবং তৎসংলগ্ন কলাবাগান এলাকায় তল্লাশি চালিয়ে ২টি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।ওই যৌথ অভিযানে নৌবাহিনীর সঙ্গে র্যাব ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে।বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।