রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক খুদেবার্তায় পর্যটকদের উদ্ধারের কথা জানায়।
ধর্মঘটের কারণে রাঙ্গামাটির সাজেকে আটকে পড়া এক হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করে খাগড়াছড়িতে আনা হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক খুদেবার্তায় এ তথ্য জানিয়েছে।
এর আগে গত বুধবার খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়া এলাকায় মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় শতাধিক দোকানপাট ও বসতবাড়ি। এ ঘটনায় আরও তিন যুবক নিহত হন। এতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। এরপর ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট ঘোষণা করা হয়। এতে আটকা পড়েন পর্যটকরা।