রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর চরপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে চারা ক্ষেতে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি ঐ গ্রামের মৃত সুলতু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির সামনে চারা ক্ষেতে তিনি লাকড়ি শুকাতে দিয়েছিলেন। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলে তিনি লাকড়ি গুলো আনতে গেলে ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। হঠাৎ করেই বজ্রপাত শরীরে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জানান, বজ্রপাতে নিহত কৃষককে আর্থিক সহায়তা করা হবে।