রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ হৃদয় মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হৃদয় মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের সুরুজ আলমের ছেলে।
বিজিবির সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টহল দেওয়ার সময় সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাফেরার সময় ওই যুবককে আটকের পর দেহ তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।