রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃএই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত-বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই সময় তিনি অন্তবর্তী সরকারের সংস্কার কার্যক্রম জনগণের সামনে তুলে ধরে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আহবান জানান।এই অঞ্চলে ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।