মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ ইতিহাস লেখা তো শেষ হলো। এবার দেশে ফেরার পালা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ফেরার জন্য যেন তর সইছে না ক্রিকেটারদেরই। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের আনন্দ দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করতে চান নাজমুল হোসেন শান্তরা। যে কারণে অনেকটা তড়িঘড়ি করেই দেশে ফিরবেন তারা।
জানা গেছে, দুই দলে ভাগ হয়ে দেশে আসবেন মুশফিক-মুমিনুলরা। বাংলাদেশ দলের প্রথম বহর দেশে ফেরার কথা আজ বুধবার রাত ১১টার দিকে।সব ক্রিকেটার ফিরলেও সাকিব চলে যাবেন ইংল্যান্ডে। কারণ ওখানে কাউন্টি ক্রিকেট খেলার কথা বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
টাইগারদের দ্বিতীয় বহরটি ফেরার কথা রয়েছে বুধবার দিবাগত রাত ২টায়। অর্থাৎ এই বহর দেশে ফেরার কথা ৫ সেপ্টেম্বর।বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
ক্রিকেটাররা দেশে ফিরে অবশ্য খুব বেশি দিন ছুটি পাচ্ছেন না। কেননা সামনেই তাদের ভারত সিরিজ। আগামী সপ্তাহর মাঝামাঝিতেই অনুশীলন শুরু হবে। ভারত সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে আগামী ৮ সেপ্টেম্বর অনুশীলন শুরুর কথা রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। পরের টেস্টটি ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে রওনা হবে নাজমুল হোসেন শান্তরা।