মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকা এবং  অনলাইন ও ডিজিটাল মাল্টিমিডিয়া  এর জন্য সম্পূর্ণ  নতুনভাবে সারাদেশ থেকে জেলা, উপজেলা,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সরকারি কলেজ,পলিটেকনিকে একযোগে সংবাদকর্মী আবশ্যক বিস্তারিত জানতে ০১৮১৬৩৯৩২২৩

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সৈয়দ ইব্রাহিম এমপি 

হামিদা সুলতানা মনি
বাংলাদেশ কল্যাণ পার্টির মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এমপি বলেছেন, এখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষ অনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। শত শত এতিম শিশু এক টুকরো রুটির জন্য হন্যে হয়ে ঘুরছে। যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যদিয়ে দিনাতিপাত করছে। একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তাদের দুঃখ-কষ্ট লাঘবে নিজের সাধ্যমত চেষ্টা করা। মানবতা আমাদের সেই শিক্ষাই দেয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবিক মূল্যবোধ, সাম্য, পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতা-ইসলামের এ সুমহান বার্তা ও আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এছাড়াও তিনি বলেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর কর্তৃক ১১জুলাই ২০২৪ (বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকায়, ফিলিস্তিন ইস্যুকে সামনে রেখে “ফিলিস্তিন বাসী: আমরা আপনাদের পাশে আছি” স্লোগান নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে ও বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব মামুন জোয়ার্দ্দারের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের (এস. রহমান) হলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য মোঃ সাহিদুর রহমান তামান্না,  বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী এস. ইউ. শাহীন, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ্, লোহাগাড়া সিটি হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার কোম্পানী, ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মোহাম্মদ এহেসান চৌধুরী, নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান রোটারিয়ান অধ্যক্ষ ডাঃ আনোয়ার হোসাইন মানিক, সাংবাদিক লায়ন ওসমান সরওয়ার। সেমিনারে ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, আল মাগরিব ইন্টারন্যাশনাল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ তৈয়্যব, খতীব মাওলানা ইউসুফ আল কাদেরী, হাফেজ মাওলানা আমান উল্লাহ দৌলত প্রমুখ।
বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আজিজ উল্লাহ মিফতাহ, মোহাম্মদ ইমরানুল হক, যুগ্ম-সম্পাদক রফিকুল  ইসলাম মোর্শেদ, কবি মীর মুহাম্মদ নাজীবুল্লাহ কায়সার এবং মুহাম্মদ ফরিদ উদ্দিন। দপ্তর সম্পাদক মার্তুজা হুসাইন, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক রঞ্জন রায় চৌধুরী, আইন ও  মানবাধিকার বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট  আবদুল মোতালেব আল-কাদেরী, সহ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ এয়াকুব আলী, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন, ধর্ম বিষয়ক
সহ-সম্পাদক মাওলানা  রেজাউল করিম, সমাজ কল্যাণ  সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ, নিতাই বিশ্বাস, নির্বাণ পাল।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম সোলাইমান কাসেমী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved ©2022 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com