সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
ফতুল্লায় বাংলাদেশ বাউল সমিতির উদ্যোগ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ, এসপির প্রত্যাহারের দাবি জেলা বাসীর আজ হজ ফ্লাইট শুরু আনিস হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মরহুমার মাগফেরাত কামনায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের দোয়া মাহফিল সম্পন্ন বন্দরে ব্রাহ্মণপুত্র নদে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ৬ বছরের শিশুর মৃত্যু নবাবগঞ্জে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী রূপগঞ্জে এক ভূয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার দিনাজপুরে অসামাজিক কার্যকলাপে থাকাবস্থায় ৪ নারীসহ আটক ১০ পীরগঞ্জে মাদকাসক্তের কুঠারের কোপে শিশুর মৃত্যু গ্রেফতার ৬

বিশ্ব মা দিবসে ট্রাফিক ওয়ারী বিভাগের খাবার বিতরণ 

এ কে আজাদঃ
বিশ্ব মা দিবস উপলক্ষে দুস্থ ও ছিন্নমূল মায়েদের মধ্যে দুপুরের খাবার ও পানি বিতরণ করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অংশ হিসেবে রবিবার (১২ মে) রাজধানীর যাত্রাবাড়ী ও জুরাইন পুলিশ বক্সে আশপাশের দুই শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।
এদিন দুপুর ১২টায় যাত্রাবাড়ীর গোল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম। এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ডেমরা জোন) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক যাত্রাবাড়ী জোন) তানজিল আহমেদ ছিলেন।
ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, সন্তানের জন্য মায়েদের ত্যাগ অপরিসীম। দরিদ্র ও মধ্যবিত্ত মায়েরা অধিকাংশ সময় নিজেরা না খেয়ে তাদের সন্তানদের মুখে খাবার তুলে দেন। ঢাকা মহানগরীতে ছিন্নমূল, দুস্থ ও অসহায় এমন মা আছেন যারা মাসের পর মাস নিজেরা একবেলা ভালো খাবার খেতে পান না। তাই বিশ্ব মা দিবসে সে সব মায়েদের প্রতি সম্মান ও ভালোবাসার অংশ হিসেবে ছিন্নমূল মায়েদের জন্য একবেলা ভালো খাবারের আয়োজন করেছি।
মাঠ পর্যায়ে এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা ও বিতরণের দায়িত্বে ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (যাত্রাবাড়ি) পবিত্র বিশ্বাস, ট্রাফিক  ইন্সপেক্টর (জুরাইন), ইসমাইল হোসেন ও ট্রাফিক ইন্সপেক্টর (পোস্তগোলা) মনির আহমেদ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com