অগ্নিশিখা অনলাইন
- ১৩ মে, ২০২৪ / ১২৩ জন দেখেছে
মিলন মন্ডল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১২ মে রবিবার বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া,পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান ,উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, সহকারি শিক্ষক মিজানুর রহমান,ইউ বি এফ আব্দুল মোত্তালেব,তথ্য আপা সীমা আক্তার সহ অন্যান্যরা। পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও মহিলা বিষয়ক অফিসের সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।