সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ, এসপির প্রত্যাহারের দাবি জেলা বাসীর আজ হজ ফ্লাইট শুরু আনিস হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মরহুমার মাগফেরাত কামনায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের দোয়া মাহফিল সম্পন্ন বন্দরে ব্রাহ্মণপুত্র নদে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ৬ বছরের শিশুর মৃত্যু নবাবগঞ্জে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী রূপগঞ্জে এক ভূয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার দিনাজপুরে অসামাজিক কার্যকলাপে থাকাবস্থায় ৪ নারীসহ আটক ১০ পীরগঞ্জে মাদকাসক্তের কুঠারের কোপে শিশুর মৃত্যু গ্রেফতার ৬ এনসিটিবি থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি

স্মার্ট বাজারের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবেঃবাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ‘স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে। ভোগ্যপণ্য আমদানিকারক বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো কোনো কারসাজি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন,বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘সরবরাহ ভালো থাকলে বাজারে কেউ কারসাজি করার সুযোগ পাবে না। আবার কোনো ব্যবসায়ী মহল উচ্চমূল্যে বিক্রিরও সুযোগ পাবে না। কারসাজি করে বাজার অস্থিতিশীল করলে কাউকে ছাড় দেয়া হবে না। মজুদদারদের শক্ত হাতে দমন করা হবে।’ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত অন্যান্য মন্ত্রণালয় যেমন কৃষি, খাদ্য ও শিল্পসহ সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ‘কারো বিরুদ্ধে জোর-জুলুম করে নয়, বরং উৎপাদন ও আমদানি পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে সঠিক উপায়ে পণ্য সরবরাহ নিশ্চিত করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com