রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
দলিল উদ্দিন, গাজীপুরঃ টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে সেলফি পাঠিয়ে ‘খুশি থাকো, বাই’ লিখে প্রাণ দিয়েছেন আঁখি আক্তার রুমি (২০) নামে এক গৃহবধূ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে টঙ্গীর গাজীবাড়ি পুকুর পার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আঁখি আক্তার রুমি যশোর জেলার মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে টঙ্গীর গাজীবাড়ি পুকুর পার এলাকায় জনৈক ইব্রাহীমের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, নিহত আঁখি স্বামী সুমনের সঙ্গে গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় বসবাস করতেন। তার স্বামী সুমন বাসার পার্শ্ববর্তী স্থানীয় একটি সিকিউরিটি কোম্পানিতে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জেরে শনিবার দুপুরে স্বামী সমুনের মোবাইল ফোনের ইমোতে গলায় ওড়না পেঁচিয়ে সেলফি পাঠায়। পরে ‘খুশি থাক, বাই’ লিখে মেসেজ দেয়। মেসেজ পেয়ে দ্রুত বাসায় আসে সুমন। এ সময় বাসার দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে সুমন। পরে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।