শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
পদ্মা সেতুর উত্তর প্রান্তের মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া থেকে গতরাতে দুই টন জাকটা ইলিশসহ একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ এ জাটকা পরিবহনের দায়ে আটক করা হয়েছে ট্রাকটির চালককে।
পদ্মা সেতু কোস্টগার্ড স্টশনের কন্টিনজন কমান্ডার সাজেদুল ইসলাম জানান, পদ্মা সেতুর উপর দিয়ে জাটকা ইলিশের বিশাল একটি চালান ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের সূত্র ধরে লৌহজং উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. জাকির হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ও কোস্টগার্ডকে সাথে নিয়ে পদ্মা সেতুর উত্তর প্রান্তে অভিযান পরিচালনা গতরাত ১টার দিকে একটি পিকআপ ভ্যানে ভোলা থেকে দুই টন জাটকা ইলিশ নিয়ে ঢাকা যাবার পথে খান বাড়ির কাছে ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাক হতে দুই টন জাকটা ইলিশ জব্দ করা হয়। আটক করা হয়েছে চালককে
এদিকে জব্দ জাটকাগুলো বৃহস্পতিবার বিভিন্ন মাদ্রাসার এতিম শিশু ও স্থানীয় গরীব দুঃখীদের মাঝে বিলি করে দেয়া হয়েছে।