মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ মতিঝিলে নটরডেম কলেজের বিপরীত পাশের ফুটপাত থেকে একজনের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (২২ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন জানান, ভোরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিআইডিকে খবর দেওয়া হয়েছে।
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।