শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
কাশিমপুর ভূমি কর্মকর্তা ১নং খতিয়ানের খাস ভূমি নিয়ে কোটি টাকার বাণিজ্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী ফজল বেপরোয়া গ্রেপ্তারের দাবী এলাকাবাসীর কুমুদিনী বাগানের বিদ্যুৎ চোর থেকে গ্যাস চোর সেচ্ছাসেবক দলের নেতা মাউরা দুলাল নারায়ণগঞ্জের বন্দর থানায় ১৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের বন্দর থানার মেহেদী হত্যা মামলার মূল আসামিসহ ৯ জন আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে, যেসব সুবিধা পাওয়া যাবে জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩ সন্ত্রাসী মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি

বিএনপি জামাতের নৈরাজ্য ও অগ্নিসংযোগ প্রতিরোধে পাবনায় আওয়ামী যুবলীগের বিক্ষোভ

সেলিম মোর্শেদ রানা পাবনা প্রতিনিধিঃ-

দেশে এনপির সমাবেশের নামে দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে রাজপথে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা শাখার নেতৃবৃন্দ । বিএনপিকে রূখে দিতে যুবলীগের নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধীরে ধীরে যুবলীগের নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। খন্ড খন্ড মিছিল নিয়ে সংগঠনের হাজারো নেতাকর্মীরা গণজমায়েতে অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠি দেখা যায়। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সানি ও যুগ্ন আহবায়ক শিবলী সাদিকের নেতৃত্বে মিছিল আব্দুল হামিদ রোড, ট্রাফিক মোড় ও বীনাবাণী হল মোড় পদক্ষিণ করে । এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলাজেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সানি ও যুগ্ন আহবায়ক শিবলী সাদিক ও শীর্ষ নেতারা। সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তানিদের দোসর বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু দেশপ্রেমিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে সেই ষড়যন্ত্র সফল হবে না। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com