মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হলেন সাবেক ছাত্রনেতা নাদিম
মোঃ রাজিব জোয়ার্দ্দার,সিনিয়র রিপোর্টারঃ
পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হলেন সাবেক ছাত্রনেতা মোঃ সাজ্জাতুল ইসলাম খান নাদিম।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয় সাজ্জাতুল ইসলাম খান নাদিম।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি স্বাক্ষরিত পাবনা জেলার আহ্বায়ক কমিটি প্রকাশের পর তৃণমুলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত সিনিয়র যুগ্ম-আহবায়ক নাদিম খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তৃনমুল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, নাদিম খান পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও পাবনা সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ছিলেন।