রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
চাঁদপুরে টিএমএসএসের ওয়াটার ক্রেডিট কর্মশালা অনুষ্ঠিত।
পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।।
টিএমএসএসের চাঁদপুর জোনে নতুন নিয়োগপ্রাপ্ত মাঠ কর্মীদের ওয়াটার অরগানাইজেশানের অর্থায়নে পরিচালিত ওয়াটার ক্রেডিট কর্মশালা গত ২৪/৬/২২ তারিখ চাঁদপুর জোন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।কর্মশালায় চাঁদপুর জোনের জোন প্রধান সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা বক্তব্য দেন টিএমএসএসের কুমিল্লা ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম।উক্ত কর্মশালার পাশাপাশি ত্রৈমাসিক সভা কার্যক্রম পরিচালিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ওয়াটার ক্রেডিট প্রোগ্রামকে একটি জনসচেতনতা মূলক প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,মানুষের স্বাস্থ্য সচেতনতার জন্য টিএমএসএস বদ্ধপরিকর,সমাজের প্রতিটি মানুষকেই নিজের স্বাস্থ্যকে ভাল রাখার জন্য সচেতনতা একান্ত প্রয়োজন।ফলে ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম সামাজিক সচেতনতায় বিশেষ ভূমিকা রাখবে।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন চট্টগ্রাম বিভাগের ওয়াটার ক্রেডিট ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ তাজউদ্দিন আহমদ।তিনি বলেন,মানুষ একা ভাল থাকতে পারে না,সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারলে সকলে মিলেই ভাল থাকা যায়। তিনি আরো বলেন,”কর্মীরা যদি গ্রুপে ফ্লিপচার্টের মাধ্যমে নিরাপদ পানি,স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করেন তাহলে সমাজের মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। টিএমএসএস,ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম সেই সামাজিক সচেতনতার কাজটি করছে।”
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন চাঁদপুর জোন প্রধান সাজ্জাদুর রহমান ও চাঁদপুর অঞ্চল প্রধান মোঃ আঃ খালেক।উক্ত কর্মশালায় জোনের নতুন নিয়োগ প্রাপ্ত ১৩ জন মাঠ কর্মী অংশ নেয়।
আব্দুল খালেক পিভিএম, পাবনা