শনিবার, ০৫ Jul ২০২৫, ১০:১২ অপরাহ্ন

সর্বশেষ :
প্রবাসীর বাড়ির উঠানে বাথরুম তোলার হুমকি পুলিশের কাশিমপুর ভূমি কর্মকর্তা ১নং খতিয়ানের খাস ভূমি নিয়ে কোটি টাকার বাণিজ্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী ফজল বেপরোয়া গ্রেপ্তারের দাবী এলাকাবাসীর কুমুদিনী বাগানের বিদ্যুৎ চোর থেকে গ্যাস চোর সেচ্ছাসেবক দলের নেতা মাউরা দুলাল নারায়ণগঞ্জের বন্দর থানায় ১৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের বন্দর থানার মেহেদী হত্যা মামলার মূল আসামিসহ ৯ জন আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে, যেসব সুবিধা পাওয়া যাবে জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩ সন্ত্রাসী

ইন্দোনেশিয়ার বিপক্ষে সাজ্জাদের অভিষেক, কেমন হলো একাদশ

ফিফা প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর আসিয়ান অঞ্চলের দেশটির সঙ্গে ম্যাচ খেলার অপেক্ষায় জামাল ভূঁইয়ারা। এই ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের একাদশে চমক রয়েছে। সাইফ স্পোর্টিংয়ের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনকে নিয়ে সাজানো হয়েছে একাদশ।

আজ (বুধবার) ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ। বান্দুংয়ের জালাক হারুপাত সোরেং স্টেডিয়ামে সম্ভাব্য ৪-১-৪-১ ছকে খেলবে হাভিয়ের কাবরেরার দল। তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকো। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ও রাইট ব্যাকে রিমন হোসেন। আর মাঝে দুই রক্ষণ স্তম্ভ টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষ।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন আতিকুর রহমান ফাহাদ। দুই মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদের পাশাপাশি উইংয়ে থাকছেন মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন।
আর জাতীয় দলে প্রথমবারের মতো ‘নাম্বার নাইন’ হিসেবে অভিষেক হচ্ছে সাজ্জাদ হোসেনের। নাবীব নেওয়াজ জীবন ও সুমন রেজা না থাকায় সাজ্জাদের সামনে সুযোগটা এসেই গেলো।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ একবারই জয় পেয়েছিল, সেটা বিশ্বকাপ বাছাইয়ে ১৯৮৫ সালে ঢাকার মাঠে। কায়সার হামিদ ও আশরাফ উদ্দিন চুন্নুর গোলে তাদেরকে ২-১ গোলে হারিয়েছিল। এরপর কোনোবারই জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০০৮ সালে মারদেকা কাপে ২-০ গোলের হার আছে। দীর্ঘদিন পর দুই দল মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও সাজ্জাদ হোসেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com