মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে আটকে রেখে মারধর করে সত্তর হাজার তিনশত টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসী রনি ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী হাবিব (৪০)। এরআগে নাসিক ৩ নং ওয়ার্ডের আদর্শনগর এলাকায় সন্ধ্যার দিকে এ সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনাটি।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাবিব ওয়েস্টেজ মালামালের ব্যবসায়ী। রবিবার সন্ধ্যার দিকে আদর্শনগর মিছির আলী চতুর সলগ্ন বোর্ড মার্কেট এর সামনের রাস্তায় তাকে আটক করে সন্ত্রাসী ও তার সহযোগী অজ্ঞাত ৬/৭ জন সন্ত্রাসী। পরে জোর করে রাস্তার পার্শ্বে নুর আলম এর গুরকীর দোকানের ভিতওে নিয়ে আটকে রাখে। সেখানে তাকে মারধর করে সাথে থাকা ব্যবসার সত্তর হাজার তিনশত টাকা নিয়ে নেয়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হত্যার ভয়ভীতি ও লাশ গুমের করে হুমকি প্রদান করে সন্ত্রাসীরা চলে যায়।
স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাসী রনি ও তার বাহিনীর সদস্যরা সিদ্ধিরগঞ্জ থান্য এলাকার সানারপাড়, রসুলবাগ ও আদর্শনগর এলাকায় প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকান্ড, চুরি, ছিনতাইসাহা নানা অপরাধ কর্মকান্ড করে থাকে।
তাদের ভয়ে এলাকাবাসী সার্বক্ষনিক আতংকে দিনাতিপাত করে। এরা এখন এ এলাকার আতংকে পরিণত। দ্রুত তাদের রূখতে না পারলে বড় ধরণের যে কোনো নাশকতা ঘটতে পারে। তাই সন্ত্রাসী রনি ও তার বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে র্যাব-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলু বলেন, অভিযুক্ত রনির বিরুদ্ধে এরআগেও বিভিন্ন অপরাধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। বিষয়টি তদন্তনাধীন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।