রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে চলতি বছরের ০৭ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এই ঘটনায় ১৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানার মামলা নম্বর ০৯, তারিখঃ ০৮/০২/২৫, ধারাঃ ১০৯/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। চাঞ্চল্যকর এই মামলার এজাহারনামীয় ০২ নম্বর আসামি মোঃ সুমন হোসেন, পিতা: মৃত আলাউদ্দিন,
মাতা: মৃত শাহানুর বেগম, সাং: কুতুবাইল, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জকে ১৪ অক্টোবর ২০২৫ বিকেল ফতুল্লা থানার কাঠেরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এস আই মোঃ রফিকসহ সঙ্গীয় ফোর্স বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। র ্যাব ১১ এর একটি আভিযানিক টিম এই অভিযানে সহযোগিতা করে। স্বেচ্ছাসেবক নেতা মামুন হত্যাকাণ্ড ছাড়াও ডিএমপির যাত্রাবাড়ী থানায় আসামি সুমনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।