শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

সর্বশেষ :
বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন

শোয়েবের নতুন সংসারের জন্য সানিয়ার শুভেচ্ছা

বিনোদন ডেস্কঃ সানিয়া মির্জা ও শোয়েব মালিক মধ্যে দূরত্ব বেড়েছে। অবশেষে সে গুঞ্জনই সত্যি হলো। বহুদিন ধরেই জল্পনা চলছিল বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের আলোচনার মাঝেই ফের বিয়ে করে ফেললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক।

শনিবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শোয়েব নতুন বিয়ের তথ্য জানান।পোস্টে বিয়ের কয়েকটি ছবিও শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।

শোয়েব মালিক তৃতীয় বিয়ে করার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল সানিয়া মির্জার সঙ্গে তার কি বিবাহবিচ্ছেদ হয়েছে? একদিন যেতেই মিলল সেই প্রশ্নের উত্তর। শোয়েব-সানিয়ার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগেই। আর বিষয়টি নিশ্চিত করেছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। এমনকি সানিয়া মির্জা শোয়েব মালিকের নতুন সংসারের জন্য শুভকামনা জানিয়েছে বলেও জানান তিনি।

রবিবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইমরান মির্জা লিখেছেন, “সানিয়া সব সময় পারিবারিক জীবন লোকচক্ষুর অন্তরালেই রেখেছে। কিন্তু আজ প্রয়োজন হয়ে পড়েছে বিষয়টা সম্মুখে আনার। শোয়েব আর সানিয়ার ছাড়াছাড়ি হয়ে গেছে কয়েক মাস হয়েছে। সে শোয়েবকে নতুন সংসার জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

সানিয়ার জীবনের স্পর্শকাতর এই সময় সবার প্রতি গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন তার বাবা। তিনি লিখেছেন, “জীবনের স্পর্শ কাতর এই সময় সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, তারা যেন সানিয়ার গোপনীয়তার কথা ভেবে সব ধরনের জল্পনা-কল্পনা থেকে দূরে থাকে।

 

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com