শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণে করণীয় সংক্রান্ত জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে শহরের কালিবাজার এলাকায় শিল্পকলা একাডেমিতে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে অতিরিক্ত শিক্ষা সচিব শোয়াইব আহমদ খান। এসময় আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক এবং স্কুল, কলেজের শিক্ষক ও শিক্ষিকারা।
সভায় বক্তব্য বলেন,করোনাকালীন সময় শিক্ষার্থীদের হাতে মোবাইল তুলে দেয়ার ফলেই শিক্ষার্থীরা সে প্রযুক্তিতেই আসক্ত হয়ে লেখাপড়ায় অমনোযোগী। ফলাফল বিপর্যয়ে শিক্ষার্থীরা অমনোযোগী ছিল না শিক্ষকদের অদক্ষতা, না শিক্ষা ব্যবস্থা কোন ত্রুটি ছিল। সব বিষয় নিয়েই কাজ করতে হবে শিক্ষা মন্ত্রনালয়ের।