শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন

শেষ ওভারে ২৪ রান নিয়ে শ্রীলংকার বিপক্ষে প্রথম জয় জিম্বাবুয়ের

সিরিজের দ্বিতীয় ম্যাচে জিততে শেষ ওভারে ২০ রানের দরকারে ৫ বলে ২৪ রান তুলে টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলংকার বিপক্ষে জিম্বাবুয়েকে প্রথম জয়ের স্বাদ দিলেন পেস বোলিং অলরাউন্ডার লুক জঙ্গি ও উইকেটরক্ষক ক্লাইভ মাদান্ডে। লংকানদের বিপক্ষে ৪ উইকেটের জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরালো জিম্বাবুয়ে। পাঁচ বারের মোকাবেলায় শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেলো জিম্বাবুয়ে।
গতরাতে কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। শুরুতেই মহাবিপদে পড়া শ্রীলংকাকে পরবর্তীতে খেলায় ফেরান চারিথ আসালঙ্কা ও আগের ম্যাচের হিরো অ্যাঞ্জেলো ম্যাথুজ। পঞ্চম উইকেটে ৭৯ বলে ১১৮ রানের জুটি গড়েন তারা।
৫টি চার ও ৩টি ছক্কায় ৩৯ বলে ৬৯ রান করা আসালঙ্কাকে শিকার করে জুটি ভাঙ্গেন পেসার জঙ্গি। ইনিংসের শেষ পর্যন্ত খেলে শ্রীলংকাকে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দেন ম্যাথুজ। ৫১ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন ম্যাথুজ। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও জঙ্গি ২টি করে উইকেট নেন।
১৭৪ রানের টার্গেটে ওপেনার ক্রেইগ আরভিনের হাফ-সেঞ্চুরিতে ১৩ ওভারে ২ উইকেটে ১০০ রান তুলে ভালো অবস্থায় ছিলো জিম্বাবুয়ে। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ১৮তম ওভারে ১৪৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এরপর সপ্তম উইকেটে জুটি বাঁধেন জঙ্গি ও মাদান্ডে। ঐসময় ১৪ বলে ৩১ রান দরকার ছিলো জিম্বাবুয়ের।
শেষ ওভারে জয়ের জন্য ২০ রানের সমীকরণ পান জঙ্গি ও মাদান্ডে। ম্যাথুজের করা শেষ ওভারের প্রথম ডেলিভারিতে নো-বলে জঙ্গির ছক্কায় ৭ রান পায় জিম্বাবুয়ে। ফ্রি-হিটে পরের বলে চার মারেন জঙ্গি। দ্বিতীয় বলে মারেন ছক্কা। তৃতীয় বল হয় ডট। চতুর্থ বলে জঙ্গির ক্যাচ ফেলেন মহেশ থিকশানা। ঐ বল থেকে আসে ১ রান। এতে শেষ ২ বলে ২ রানের দরকার পড়ে জিম্বাবুয়ের। পঞ্চম বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে জিম্বাবুয়েকে অবিস্মরনীয় জয় এনে দেন মাদান্ডে।
২টি করে চার-ছক্কায় ১২ বলে ২৫ রান নিয়ে অপরাজিত থাকেন জঙ্গি। ২টি ছক্কায় ৫ বলে ১৫ রানে অপরাজিত থাকেন মাদান্ডে। শ্রীলংকার থিকশানা ও চামিরা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জঙ্গি।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজ নির্ধারনী ম্যাচ খেলতে নামবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com