রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল সোয়া দশটার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম জয়কৃষ্ণ (১৮)। তিনি নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে। শুক্রবার রাতে ট্রলার থেকে নামার সময় অসতর্কতার কারণে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। শুক্রবার রাতে জয়কৃষ্ণ ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে যান। স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাতভর অনুসন্ধান চললেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে ফের অভিযান চালিয়ে বেলা সোয়া দশটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।রাতে উদ্ধার অভিযান ব্যর্থ হলেও সকালে পুনরায় অভিযান শুরু করি। এরপর দুর্ঘটনাস্থলের কাছ থেকেই জয়কৃষ্ণের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। এদিকে নিহতের মামা সুশান্ত কুমার সাহা জানান, জয় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ডাইলপট্টির একটি দোকানে চাকরি করতেন। তিনি বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন