রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন—যে দলের প্রধানই পালিয়ে গেছে, যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র হরণ করে পালিয়েছে— তাদের কথায় বিভ্রান্ত হবার কিছু নেই। তারা শুধু ফু’ফা। তিনি বলেন, জননেতা তারেক রহমান ৩১ দফায় যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে চান— আমি সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুশৃঙ্খল, স্বপ্নের আড়াইহাজার গড়তে চাই।
শনিবার বিকেলে আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার। সঞ্চালনায় ছিলেন জুয়েল আহম্মেদ।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নজরুল ইসলাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক।