শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ :
বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন

বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ

সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ এক জনসভায় বক্তব্য দিচ্ছেন — চারদিকে নেতা-কর্মী ও স্থানীয় জনতার স্লোগান, ব্যানার-ফেস্টুনে মুখরিত মাঠ।

বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। শুক্রবার বিকেলে আড়াইহাজারের মঞ্জুরুল ইসলাম স্টেডিয়াম মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এই ঘোষণা দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নজরুল ইসলাম আজাদ। জনসভায় তিনি বলেন, দল তাঁকে মনোনয়ন দিয়েছে—এটা আড়াইহাজারের জনগণের বিজয়। ধানের শীষের পক্ষে রেকর্ড সংখ্যক ভোটে জয় এনে দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আড়াইহাজারে দুই-একটি ডাকাতের গ্রাম রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব ডাকাতদের পুনর্বাসন করে গড়ে তোলা হবে ডাকাতমুক্ত আড়াইহাজার।

আজাদ বলেন, মাদক প্রতিরোধে শূন্য সহনশীল নীতি অনুসরণ করা হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবার সহযোগিতায় গড়ে তোলা হবে আধুনিক ও নিরাপদ আড়াইহাজার। আড়াইহাজারে ধানের শীষ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। আমরা সরকার গঠন করলে এই অঞ্চলের মাদক ও ডাকাতি সম্পূর্ণ নির্মূল করবো।

নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী।ও ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com