শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ এক জনসভায় বক্তব্য দিচ্ছেন — চারদিকে নেতা-কর্মী ও স্থানীয় জনতার স্লোগান, ব্যানার-ফেস্টুনে মুখরিত মাঠ।
বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। শুক্রবার বিকেলে আড়াইহাজারের মঞ্জুরুল ইসলাম স্টেডিয়াম মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এই ঘোষণা দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নজরুল ইসলাম আজাদ। জনসভায় তিনি বলেন, দল তাঁকে মনোনয়ন দিয়েছে—এটা আড়াইহাজারের জনগণের বিজয়। ধানের শীষের পক্ষে রেকর্ড সংখ্যক ভোটে জয় এনে দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আড়াইহাজারে দুই-একটি ডাকাতের গ্রাম রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এসব ডাকাতদের পুনর্বাসন করে গড়ে তোলা হবে ডাকাতমুক্ত আড়াইহাজার।
আজাদ বলেন, মাদক প্রতিরোধে শূন্য সহনশীল নীতি অনুসরণ করা হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবার সহযোগিতায় গড়ে তোলা হবে আধুনিক ও নিরাপদ আড়াইহাজার। আড়াইহাজারে ধানের শীষ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। আমরা সরকার গঠন করলে এই অঞ্চলের মাদক ও ডাকাতি সম্পূর্ণ নির্মূল করবো।
নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী।ও ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক।