শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন মা বাবার কবরের পাশেই পরপারের বাসিন্দা হলেন আব্দু রহমান খান ওমর আমরা মওদুদী ইসলাম এর অনুসারী নই : সালাউদ্দিন আহমেদ “ঢাকা রেশনিং কর্তৃক ও এম এস ডিলার নিয়োগে অনিয়ম” পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা

ফিফটির কীর্তি গড়ে যা বললেন তামিম

ক্রীড়া প্রতিবেদকঃ দীর্ঘ ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেননি তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে নিজের প্রথম ম্যাচে আউট হয়েছেন ১৩ রানে। ব্যাট হাতে নিজে জ্বলে উঠতে না পারায় তার দল চট্টগ্রামও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।তবে ফিরতি ম্যাচেই নিজের জাত চেনালেন তামিম।

গতকাল রংপুরের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হলেও আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেটের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন তামিম।

নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে এনসিএলের প্রথম ম্যাচে মাত্র ১৩ রান করেই আউট হয়েছিলেন তামিম ইকবাল। সেই ম্যাচে তার ফিটনেস দেখে হাসিঠাট্টায় মেতেছে অনেকেই। তবে দ্বিতীয় ম্যাচেই তাদের মুখ বন্ধ করে দিয়েছেন এই বাঁহাতি। সিলেট একাডেমি মাঠে স্বাগতিকদের বিপক্ষে ঝড় তুলেছিলেন তিনি। ৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তামিম। ৮ চার ও ৩ ছয়ে সাজানো ইনিংসের কারণে হয়েছেন ম্যাচসেরা। চট্টগ্রাম জয় পেয়েছে ১২ রানে।

দুর্দান্ত এই ইনিংসের পর গণমাধ্যমকে তামিম বলেন, ‘আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ইনিংস। এ কারণেই আমি চাই যে, চারটা-পাঁচটা ম্যাচ আমি খেলব। অনেকদিন বাইরে থাকলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। প্রথম ম্যাচে হয়নি, সেকেন্ড ম্যাচ মাশাআল্লাহ ভালো হলো। নেক্সট দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ যাই খেলি আমি। আমার জন্য খেলার সময়টা গুরুত্বপূর্ণ। সবাই জানি, সামনে বিপিএল যেটা গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টও গুরুত্বপূর্ণ।’

এদিন চট্টগ্রামের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে একটি মাইলফলকে পৌঁছে গেছেন তামিম। স্বীকৃত টি-টোয়েন্টিতে অর্ধশতকের অর্ধশতক পূর্ণ করেছেন এই বাঁহাতি ওপেনার। এই অর্জন প্রসঙ্গে তামিম বলেন, ‘৫০ টা ৫০ ইটস এ বিগ থিংক। যেটা বললাম যে আমার ক্যারিয়ারটা এখন যেমন একটা স্টেজে ভালো করা, আমার চেষ্টা যে টিমেই খেলি ভালো করা। দুইটা-তিনটা ম্যাচ ভালো করে শেষ করা। তারপর বিপিএলের জন্য প্রস্তুত হওয়া।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com