মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক পথচারী নিহত হয়েছে সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন হত্যাকাণ্ডের আসামী সুমনকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ যে দলের প্রধানই পালিয়ে গেছে, যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র হরণ করে পালিয়েছে : ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থীতা বাতিলের দাবীতে এক টেবিলে বসেছেন মহানগর বিএনপিসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের নাশকতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের চেকপোস্ট ও  টহল আমি ক্লিন ইমেজের তাই আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে – শাহআলম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাঙ্গারী ব্যবসায়ী রাকিব হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

পাবনায় শাহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিতঃ

পাবনায় শাহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিতঃ

মোঃ রাজিব জোয়ার্দ্দার,সিনিয়র রিপোর্টার

পাবনা সদর উপজেলার পূর্ব টাটিপাড়া গ্রামের যুবসমাজ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শাহিন স্মৃতি ফুটবল নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলা। দূর দূরান্ত থেকে হাজারও ফুটবল প্রেমীদের উপচে পরা ভীরে কানায় কানায় পরিপূর্ন ফুটবল মাঠের চারপাশ।

এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা ফুটবল প্রেমীরা। খেলায় অংশ নেয় পাবনা সদর উপজেলার টাটিপাড়া গ্রামের সিনিয়র – জুনিয়র ।

টুর্নামেন্টে জুনিয়র (০) ও সিনিয়র (২) গোলো জয় পেয়েছে । ফুটবল প্রেমীদের দর্শক হিসাবে পেয়ে ফুটবল উচ্ছ্বসিত খেলোয়াড়রা। মাঠে উৎসব আমেজ বজায় রাখতে নিজেদের ক্রীড়া নৈপুন্য আকৃষ্ট করার চেষ্টা করেছেন খেলোয়াড়রা।

কর্মব্যস্ততার মাঝে সাময়িক অবসর যাপনের জন্য প্রতিবছর এমন আয়োজনের দাবী খেলোয়াড় ও দর্শনার্থীদের।

খেলা দেখতে আসা এক স্থানীয় বললেন, ‘আজকে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, সুন্দর পরিবেশে ভালো খেলা উপহার দিচ্ছে।’

কেউবা জানালেন অনুরোধ, নিয়মিত হোক এমন আয়োজন।
এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ সিদ্দিকুর রহমান খান বলেন, ‘হাজার হাজার দর্শক, আনন্দঘন পরিবেশ, উচ্ছ্বাস নিয়ে খেলাটি উপভোগ করছে। এই খেলায় প্রধান অতিথি হিসেবে আসতে পেরে আমি খুবই গৌরব অনুভব করছি।’

অন্যতম আয়োজক তারেক বিশ্বাস বলেন, ‘ডিজিটাল বিপ্লবের কারণে এখন গ্রামগঞ্জে আর খেলাধুলার তেমন একটা আয়োজন হয় না। আমরা এই শাহীন স্মৃতি নাইট টুর্নামেন্টের মাধ্যমে অত্র এলাকায় ও পাবনা ফুটবল খেলার যে ঐতিহ্য ছিল তা আমরা টিকিয়ে রাখতে চেষ্টা করছি। আমরা এটা চালিয়ে যাব।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com