মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
রাত আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে চট্টগ্রাম মুখি দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়ক পারাপারের সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। কাভার্ডভ্যানটি সনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।