রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সরাইল বিআরডিবির পরিদর্শক অলক ঠাকুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের খবর পাওয়া গেছে বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শেখ শহিদুল ইসলাম, খুলনা প্রতিনিধিঃ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানা দিন কাশেম সড়ক কুবা মসজিদের সামনে ঘটনা ঘটে। নিহত যুবক হলেন রাসেল ওরফে পঙ্গু রাসেল তিনি সেরে এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। আহত দুই যুবক হলেন খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার জৈনীক হুমায়ুন কবিরের ছেলে মুহাম্মদ সজীব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার জৈনিক মোঃ হান্নান শেখ এর ছেলে মোহাম্মদ ইয়াসিন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল আলম। তিনি খুলনা গণমাধ্যমকে বলেন, রাত আড়াইটার দিকে চার মোটরসাইকেল নিয়ে যুবক সহ আরো কয়েকজন সোনাডাঙ্গা থানাধীন ৪ নং কাসেম সড়ক কুবা মসজিদের কাছে পৌঁছায়। এ সময় তাদের নিজেদের মধ্যে কলহ বিপদ বাদে সহপাঠী তাকে তাক,তাক,করে বুকে পরপর দুটি গুলি করে। তার সাথে থাকা ইয়াসিন ও সজীবকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন। তবে এ হত্যাকাণ্ড নিজেদের মধ্যে এবং মাদক কারবারি নিয়ে ঘটেছে বলে তিনি মনে করেন। রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গা সহ বিভিন্ন থানায় মোট ১১ টি মামলা রয়েছে তার মধ্যেও ডাকাতি অস্ত্র ও মাদক মামলা উল্লেখযোগ্য নিহতের লাশ মর্গে রয়েছে। এখনো পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেননি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com