সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইন হত্যাকাণ্ডের আসামী সুমনকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ যে দলের প্রধানই পালিয়ে গেছে, যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র হরণ করে পালিয়েছে : ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থীতা বাতিলের দাবীতে এক টেবিলে বসেছেন মহানগর বিএনপিসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের নাশকতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের চেকপোস্ট ও  টহল আমি ক্লিন ইমেজের তাই আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে – শাহআলম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাঙ্গারী ব্যবসায়ী রাকিব হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের (আট) নেতাকর্মী ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে বালু ব্যবসায়ী/মালিকদের সাথে মতবিনিময় সভা

কটন ডে উদযাপন করল যুক্তরাষ্ট্র দূতাবাস

অগ্নিশিখা প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ) ও সহযোগী সংগঠন কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল (সিসিআই)-এর উদ্যোগে আয়োজিত কটন ডে ২০২৪ উদযাপন করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) নবমবারের মতো আয়োজিত অনুষ্ঠানটি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হয়। এতে তুলা ও তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশ নেন এবং যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে টেকসই পোশাক সরবরাহ চেইন নিয়ে আলোচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন বলেন, ‘আমেরিকার তুলা চাষীরা উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সেরা মানের তুলা উৎপাদন করেন। এই উৎকর্ষের প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্রের তুলা সর্বোচ্চ মান ও টেকসই চাহিদা পূরণ করে, যা বৈশ্বিক টেক্সটাইল প্রস্তুতকারকদের জন্য পছন্দের উৎস।’

কটন ডে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘ইউ.এস. কটন ট্রাস্ট প্রোটোকল’। যুক্তরাষ্ট্রের তুলা শিল্পের ডিজাইন করা এই কর্মসূচি ব্র্যান্ড ও রিটেইলারদের জন্য সঠিক তথ্য ও টেকসইভাবে উৎপাদিত তুলা সরবরাহ করে। ইউএস কটন ট্রাস্ট প্রোটোকল এখন বাংলাদেশের ২০০ এর বেশি সরবরাহকারী সদস্য এবং ৩০টির বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের অন্তর্ভুক্ত করেছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বাংলাদেশের তৈরি পোশাক খাতে মানসম্পন্ন কাঁচামালের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন, যেখানে ২০২৩ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলার রপ্তানি মূল্য ছিল ৩৩৭ মিলিয়ন ডলার।

অনুষ্ঠানে টেকসই চর্চার প্রচার, পোশাক শিল্পে সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ে সহায়তা করতে একত্রিত হয়েছিলেন তুলা স্পিনিং মিল, তৈরি পোশাক প্রস্তুতকারক, ব্র্যান্ড এবং বাণিজ্য প্রতিনিধিরা। কটন ডে বাংলাদেশ ২০২৪ অংশগ্রহণকারীদের জন্য একটি সমৃদ্ধ অভিজ্ঞতা ছিল। এতে টেকসই পোশাক সরবরাহ চেইনের ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের তুলার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করা হয়। আলোচনাগুলোতে টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক টেক্সটাইল শিল্পে নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com