শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ :
আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন মা বাবার কবরের পাশেই পরপারের বাসিন্দা হলেন আব্দু রহমান খান ওমর আমরা মওদুদী ইসলাম এর অনুসারী নই : সালাউদ্দিন আহমেদ “ঢাকা রেশনিং কর্তৃক ও এম এস ডিলার নিয়োগে অনিয়ম” পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা

অন্যধরনের সেঞ্চুরির দ্বারপ্রান্তে মিরাজ

ক্রীড়া ডেস্কঃ ব্যাট হাতে অনেক সেঞ্চুরি আছে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। তবে এটি সেধরনের সেঞ্চুরি নয়। বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে মেহেদি ওয়ানডেতে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন।

আজ (সোমবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নামলে ওয়ানডেতে শততম ম্যাচ পূর্ণ করবেন মিরাজ।

২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মিরাজের। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে। তবে বল হাতে ১০ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন মিরাজ। অভিষেকের পর থেকে এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

৯৯ ওয়ানডেতে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১৩৮১ রান করেছেন মিরাজ। বোলিংয়ে ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন এই ডান-হাতি ক্রিকেটার।

মিরাজের আগে বাংলাদেশের ১২জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। তারা হচ্ছেন-

মুশফিকুর রহিম (২৭২ ম্যাচ)
সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ)
তামিম ইকবাল (২৪৩ ম্যাচ)
মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৪ ম্যাচ)
মাশরাফি বিন মোর্ত্তজা (২১৮ ম্যাচ)
মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ)
আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ)
খালেদ মাসুদ (১২৬ ম্যাচ)
মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ)
হাবিবুল বাশার (১১১ ম্যাচ)
মুস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ)
রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com