নিরাপত্তা নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করলেন আসিফ নজরুল
- Update Time : 10:11:18 am, Monday, 24 February 2025
- / 104 Time View
অগ্নিশিখা প্রতিবেদক: দেশের বর্তমান পরিস্থিতিতে জনসাধারনের নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ‘দেশের পরিবর্তিত পরিস্থিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে গণমাধ্যমের কাছে এই দায় স্বীকার করেছেন তিনি।
তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই। তবে আমাদের চেষ্টা আছে এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে।
ড. আসিফ নজরুল বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সেই বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে, তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয়, সেই বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হবে।





















