কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ
- Update Time : 07:36:20 am, Sunday, 26 January 2025
- / 180 Time View
মোঃ হাবিবুর রহমান,কুষ্টিয়াঃ কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে কুষ্টিয়া শহরের বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে শনিবার ২৫ জানুয়ারী সন্ধ্যায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া যশোর অঞ্চল টিম সদস্য খন্দকার আলী মুহসীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ এর অধ্যাপক আ ছ ম তরিকুল ইসলাম, কুষ্টিয়া শহর জামায়াতের সেক্রেটারি শামীম আহমেদ সহ কুষ্টিয়া শহরের বিশিষ্ট ব্যবসায়ীগণ। এ সময় প্রধান বক্তার বক্তব্যে কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে ব্যবসায়ীদের গুরুত্ব অপরিসীম। ইসলামী নীতিমালা মেনে ব্যবসায় যেমন স্বচ্ছ থাকতে হবে তেমনই দেশ গঠনের ক্ষেত্রেও ব্যবসায়ীদের সৎ ও স্বচ্ছ মানুষদের জন্য এগিয়ে আসতে হবে।



















