ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যোগ দেবেন বাংলাদেশের দূত
- Update Time : 12:31:37 pm, Thursday, 16 January 2025
- / 140 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ আগামী সপ্তাহে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। নতুন মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
মুখপাত্র বলেন, আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম অংশগ্রহণ করবেন।
ট্রাম্পের শপথে অন্তর্বর্তী সরকারের কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না— জানতে চাইলে রফিকুল আলম বলেন, মার্কিন প্রেসিডেন্টর শপথ গ্রহণ অনুষ্ঠানের যে ঐতিহ্য আছে, সেখানে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা সবসময় দাওয়াত পান এবং এবারও সেই একই ঐতিহ্য অনুসরণ করা হচ্ছে। আমাদের কাছে যে চিঠি আছে সেখানে পরিস্কারভাবে বলা আছে, যুক্তরাষ্ট্রের বিদেশি মিশনের প্রধান যারা আছেন তারা ওই অনুষ্ঠানে আমন্ত্রিত।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।





















