লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে যে কথা হলো আফরোজা আব্বাসের
- Update Time : 07:13:24 am, Sunday, 12 January 2025
- / 128 Time View
অগ্নিশিখা ডেস্কঃ লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে সস্ত্রীক হাসপাতালে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল স্থানীয় সময় শনিবার যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়াকে দেখতে যান তারা।
দেখা শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম জিয়া আমার খোঁজ-খবর নিয়েছেন। এরপর নাতি-নাতনি ও ছেলে-মেয়েরা কেমন আছে? দেশের অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছে?’ সবার কথা জিজ্ঞেস করেছেন। তবে, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, মাশাল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন।
মহিলা দলের সভাপতি বলেন, মানসিকভাবে বেগম জিয়া সবসময় স্ট্রং ছিলেন। এজন্য এখনও এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেতো না।
এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
তিনি আরও বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।





















