সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
- Update Time : 12:59:32 pm, Sunday, 26 June 2022
- / 366 Time View
সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মোঃমিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীর ইউনিয়নের আওলাতলী গ্রামে পরিবেশ রক্ষায় অনুমোদন বিহীন অবৈধ সীসা তৈরীর কারখানা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী। রোববার ১১টায় ওই এলাকার শত শত নারী,পুরুষ ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয়।
এ সময় উজ্জল সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা ইসাহাক সরকার, আবুল কাশেম, পথশিশু সংগঠক নয়ন হাওলাদার, সাবেক মেম্বার আব্দুর রউফ, হাফিজ উদ্দিন, আবুল বাশার, শাজাহান খন্দকার সহ অন্যরা।
এলাকা বাসীর দাবী একটাই আমরা আমাদের এলাকায় অবৈধ সিসা কারখানা চাইনা, প্রশাসনের কাছে দাবী একটায় আমরা অবৈধ সিসা কারখানা বন্ধ চাই। রশিদ, কৃষি বান্ধব এলাকায় কেমন করে অবৈধ সিসা কারখানা করার জন্য জমি লিজ দেয় আমরা তার বিচার চাই।
























