পাবনায় টাইলসের এক্সক্লুসিভ শো-রুম খুলেছে সানিটা
- Update Time : 10:41:27 am, Wednesday, 22 June 2022
- / 404 Time View
পাবনায় টাইলসের এক্সক্লুসিভ শো-রুম খুলেছে সানিটা
পাবনা থেকে সেলিম মোরশেদ রানাঃ
পাবনায় টাইলসের একটি এক্সক্লুসিভ শো-রুম খুলেছে দেশের অন্যতম বৃহৎ সিরামিক পন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনিটা’র টাইলস ইউনিট। গতকাল শহরের পাঁচমাথা মোড়ের মাসপো সুলতানা সেন্টরে এ শো-রুমের উদ্বোধন করেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলী মর্তুজা বিশ্বাস সনি। এসময় উপস্থিত ছিলেন পাবনা চেম্বারের সহ-সভাপতি ফোরকান রেজা বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা, সানিটা সিরামিকসের টাইলস ইউনিটের জেনারেল ম্যানেজার অনিক ইসলাম সরকার, হেড অব সেলস এন্ড মার্কটিং ফয়জুল হাসান, শোরুম ইনচার্য শরীফ হোসেন সজিব, দৈনিক বিশ্ব বার্তার সম্পাদক শহিদুর রহমান শহীদ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আখিনুর ইসলাম রেমন, পাবনা রিপোটর্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব বাবলা, বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম আলম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, একাত্তুর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজ রাসেল, জিটিভির জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পী ও ক্লাব সদস্য মনিরুজ্জামান শিপন সহ স্থানীয় সিরামিক ও টাইলস ব্যবসায়ীরা।
পরে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

























